মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৬ অপরাহ্ন

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় বাসের হেলপার নিহত এবং আহত ৪০ জন

অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ৩৬ প্রদর্শন করেছেন

ফরিদপুরের ভাঙ্গায় পৃথক দুই সড়ক দুর্ঘটনায় বাসের হেলপার নিহত এবং ৪০ যাত্রী আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে এসব ঘটনা ঘটে। জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সুয়াদী পেট্রোল পাম্পের ভবনের সঙ্গে ধাক্কা খায় ওয়েলকাম পরিবহনের একটি বাস। এতে ঘটনাস্থলে নিহত হন বাসের হেলপার। নিহত ফেরদৌস হাওলাদার (২৮) গোপালগঞ্জের টুংগীপাড়ার তৈয়ব আলী হাওলাদারের ছেলে। এ ঘটনায় ওয়েলকাম পরিবহনের অন্তত ৩০ যাত্রী আহত হয়েছে। এর কিছু সময় পর ভাঙ্গা-ঢাকা হাইওয়ে এক্সপ্রেসের পুলিয়া নামক স্থানে সার্বিক ও গোল্ডেন লাইন পরিবহনের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত ১০ যাত্রীকে ভাঙ্গা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভাঙ্গা হাইওয়ে থানার ওসি খাইরুল আনাম জানান, দুই ঘটনায় আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ