ইনজুরির কারণে প্রায় এক মাসের জন্য মাঠের বাইরে ছিলেন ম্যানচেস্টার সিটির ব্রাজিলিয়ান গোলরক্ষক এডারসন। এ কারণে প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে আর্সেনালের বিপক্ষে খেলতে পারছেন না ব্রাজিলিয়ান এই তারকা। ইনজুরি কারণে এডারসন শনিবার ঘরের মাঠে নিউক্যাসলের বিপক্ষে এফএ কাপের কোয়ার্টার ফাইনাল ও ইংল্যান্ড-স্পেনের বিপক্ষে ব্রাজিলের আসন্ন আন্তর্জাতিক প্রীতি ম্যাচেও খেলতে পারবে না। নতুন কোচ দারিভাল জুনিয়রের অধীনে আগামী ২৩ মার্চ ওয়েম্বলিতে ইংল্যান্ড ও তিনদিন পর মাদ্রিদে স্পেনের মোকাবেলা করবে ব্রাজিল। লিভারপুল গোলরক্ষক অ্যালিসন হ্যামস্ট্রিং ইনজুরিতে থাকায় জাতীয় দলের প্রথম গোলরক্ষক হিসেবে এডারসনেরই প্রীতি ম্যাচগুলোতে নামার কথা ছিল। ব্রাজিলিয়ান কোচ আরও জানিয়েছেন, এডারসন ছাড়াও আরও দুই খেলোয়াড় ইনজুরিতে পড়েছেন। পিএসজির মারকুইনহোস ও আর্সেনালের গ্যাব্রিয়েল মার্টিনেল্লি ইনজুরিতে থাকায় তাদের পরিবর্তে ফ্লামেঙ্গোর লেফট-ব্যাক ফ্যাব্রিসিও ব্রুনো ও পোর্তো স্ট্রাইকার গালেনোকে দলে ডাকা হয়েছে।