মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:৩১ পূর্বাহ্ন

সিলেটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১৬ প্রদর্শন করেছেন
কাজী আতিকুর রহমান

সিলেটে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যায় সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়কের সালুটিকর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্যের নাম কাজী আতিকুর রহমান (৩৬)। তিনি ইন্ডাস্ট্রিয়াল পুলিশে (সিলেট অঞ্চল) কর্মরত ছিলেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, অফিসিয়াল কাজে আতিকুর রহমান মোটরসাইকেলযোগে গোয়াইনঘাট থানায় গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে সালুটিকর এলাকায় বেপরোয়া গতির একটি পিকআপের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান আতিকুর রহমান। এসময় তার সঙ্গে থাকা এক পুলিশ সদস্য আহত হন।

তিনি আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর পিকআপচালক পালিয়ে গেছেন। তবে পিকআপটি জব্দ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ