শারদীয় দুর্গা পূজায় কোনো ধরনের হুমকি নেই: ধর্ম উপদেষ্টা

এবারের সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গা পূজায় কোন ধরনের হুমকি ও চ্যালেঞ্জ নেই বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেছেন, ‘কোন দুর্বৃত্ত যেন পূজায় হট্টগোল করে বাধা সৃষ্টি করতে না পারে। সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে।’

মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে মাদারীপুরের শিবচরের বাহাদুরপুর এলাকায় সীরাতুন্নবী মাহফিলের অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, দেশের ৩২ হাজার পূজা মন্ডপে ৪ কোটি টাকার অনুদান দেওয়া হয়েছে। যা বিগত বছরের চেয়ে অনেক বেশি। আগের সরকার ২ থেকে ৩ কোটি টাকার অনুদান দিলেও এবারের দুর্গা পূজায়- তা বাড়িয়ে ৪ কোটি টাকা করা হয়েছে। এই অর্থ ৬৪ জেলার জেলা প্রশাসকের মাধ্যমে সরাসরি মন্দির কমিটির ব্যাংক অ্যাকাউন্টে চলে যাচ্ছে।

অনুষ্ঠানেন উপস্থিত ছিলেন- আল্লামা মাহমুদুল হাসান, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব হজরত মাওলানা মাহফুজুল হক, প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী, গওহরপুর মাদরাসার মহাপরিচালক মাওলানা মুসলেহ উদ্দীন গওহরপুরীসহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *