বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০১:৩৭ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে ১৫ পুলিশ হত্যা মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ২০ প্রদর্শন করেছেন
হামলায় ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জের এনায়েতপুর থানা

সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা করে ১৫ পুলিশ সদস্যকে হত্যার ঘটনায় করা মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত ও আজ বৃহস্পতিবার দুপুরে জেলার চৌহালী উপজেলার দুটি গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চৌহালীর খাসপুকুরিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম এবং এনায়েতপুর থানা যুবলীগের সাবেক সদস্য ও সভাপতি প্রার্থী আইয়ুব আলী শেখ (৪৮)।

আইয়ুব আলী চৌহালীর এনায়েতপুর মণ্ডলপাড়া গ্রামের সন্তোষ আলীর ছেলে। গতকাল দিবাগত রাতে এনায়েতপুর গ্রামের কেজির মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আর আশরাফুল আলম চৌহালীর খাসপুকুরিয়া ইউনিয়নের বৌন্যা গ্রামের সোহরাব আলীর ছেলে। আজ দুপুরে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, গত ৪ আগস্ট এনায়েতপুর থানায় হামলা করে পুলিশ সদস্যদের হত্যার ঘটনায় করা মামলায় যুবলীগ নেতা আইয়ুব আলী ও আওয়ামী লীগ নেতা আশরাফুল আলমকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাঁরা মামলার এজাহারনামীয় আসামি নন। আজ বিকেলে তাঁদের দুজনকে আদালতে পাঠানো হয়েছে।

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ৪ আগস্ট এনায়েতপুর থানার ১৫ পুলিশ সদস্যকে হত্যা ও থানা ভবনে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগের চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ছয় হাজার ব্যক্তিকে আসামি করে ২৬ আগস্ট রাতে এনায়েতপুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মালেক বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় এখন পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হলো।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ