সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:৪১ অপরাহ্ন

অসময়ে ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ১৬ প্রদর্শন করেছেন

গফরগাঁও উপজেলায় শুক্রবার রাতে ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি হয়েছে। ঝড়ে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। গাছপালা উপড়ে গেছে। আমন ধানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সালটিয়া ইউনিয়নের শিলাসী গ্রামের মিনহাজ মিয়া জানান, ঝড়ের কারণে তার বসত ঘরের টিনের চালা ক্ষতিগ্রস্ত হয়েছে। গাছপালা ও আমন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

বাসুটিয়া গ্রামের সুজন মিয়া জানান, ঝড়ের সঙ্গে অসময়ে শিলাবৃষ্টির কারণে উঠতি আমন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এদিকে পৌর এলাকা ছাড়া উপজেলার অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবাহ বন্ধ রয়েছে।

গফরগাঁও বিদ্যুৎ উন্নয়নের বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মোশারফ হোসেন জানান, ঝড়ে বিদ্যুৎ লাইনের ওপর গাছপালা পড়ে থাকার কারণে বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, ঝড় ও শিলাবৃষ্টির ফলে আমন ধান এবং লাউসহ বিভিন্ন ধরনের শাকসবজির ক্ষতি হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ