বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৯ পূর্বাহ্ন

স্বামীর সঙ্গে অভিমান করে গৃহবধূর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ১৫ প্রদর্শন করেছেন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় স্বামীর সঙ্গে অভিমান ও পারিবারিক কলহের জেরে তাসলিমা আক্তার তন্নি (২৪) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

শনিবার সকালে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আবদুর রহমান কেরানী বাড়ি থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। এর আগে শুক্রবার রাতে সে আত্মহত্যা করে।

নিহত তাসলিমা আক্তার তন্নি উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের মৃত বেলাল হোসেনের মেয়ে ও একই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আকবর হোসেন রায়হানের স্ত্রী।

এলাকাবাসী সূত্রে জানা যায়, তন্নী ও রায়হানের মধ্যে প্রায় সময় কলহ দেখা যেত। শুক্রবার রাতে তাদের মধ্যে ফোনে ঝগড়া হয়। এরপর রাতের কোনো একসময় শয়ন কক্ষের ফ্যানের সঙ্গে ওই গৃহবধূ আত্মহত্যা করে।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবদুস সুলতান জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ