নিশ্চিত জয়ের পথেই হাঁটছিল লা লিগার টেবিল টপার বার্সেলোনা। শেষ ৮ মিনিটের ঝড়ে উল্টে যায় দাবার গুটি। শুরুটা হয় মার্ক কাসাদোর লাল কার্ড দিয়ে। এরপর চার মিনিটের মধ্যে পরপর দুই গোল খেয়ে জয়বঞ্চিত হ্যান্সি ফ্লিকের দল। নাটকীয়ভাবে সেল্টা ভিগো-বার্সা ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।
লামিনে ইয়ামাল যে চোটের কারণে খেলবেন না সেটি আগেই জানিয়ে দিয়েছিলেন বার্সা কোচ ফ্লিক। তাকে ছাড়াই টানা দ্বিতীয় ম্যাচ খেলতে দুটিতেই জয়বঞ্চিত স্প্যানিশ জায়ান্টরা। বার্সেলোনা খেলা গুছিয়ে নিতে সময় নেয় প্রথমে। এরপর ম্যাচের পঞ্চদশ মিনিটে প্রথম ভালো আক্রমণ সাজায়। তখনই লিড পেয়ে যায় ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়ার কল্যাণে। নিজেদের অর্ধ থেকে জুল কুন্দের উঁচু করে বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে তিনি বক্সে ঢুকে পড়েন, পরে একজনকে পেরিয়ে বাঁ পায়ের শটে পরাস্ত করেন গোলরক্ষককে।
চলতি মৌসুমে এটি বার্সা অধিনায়কের সবমিলিয়ে ১৩তম গোল, পাশাপাশি ১০টি অ্যাসিস্ট আছে তার। এর মধ্যে লা লিগায় রাফার গোল হলো ৮টি। এখন পর্যন্ত কাতালান ক্লাবে এবার তিনি সব প্রতিযোগিতা মিলিয়ে ১৮ ম্যাচ খেলেছেন। তার লিডের পাঁচ মিনিট পর প্রায় গোল খেয়ে বসেছিল বার্সা। তবে গোলরক্ষক ইনাকি পেনা প্রতিপক্ষ ফুটবলারের ভলি ক্রসবারের ওপর দিয়ে পাঠিয়ে দেন। এরপর সফরকারীদের লিড দ্বিগুণ করে গোলও করেন লেভান্ডফস্কি। তবে পোলিশ স্ট্রাইকারের সেই চেষ্টা অফসাইডে কাটা পড়ে।