বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৩ অপরাহ্ন

বমি করতে করতে মারা গেলেন তৃতীয় লিঙ্গের চন্দনা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ১১ প্রদর্শন করেছেন

খুলনার পাইকগাছায় চন্দনা মণ্ডল নামে এক তৃতীয় লিঙ্গের ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শনিবার রাত পৌনে ১০টার দিকে বাজার থেকে ফিরে নিজ ঘরে বমি করতে করতে তার মৃত্যু হয়। তবে তার কী কারণে মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

চন্দনা মণ্ডল (২০) হরিঢালী ইউনিয়নের গোলাবাটি এলাকার আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা। তিনি কয়রা উপজেলার চান্নিরচক বউবাজার এলাকার আনন্দ মণ্ডলের সন্তান।

 

জানা যায়, চন্দনা ছাড়াও ওই প্রকল্পে আরও ২ জন তৃতীয় লিঙ্গের লোক বাস করেন।

 

মৃতের সহকর্মী একই জায়গার বাসিন্দা জুঁই জানান, রাত ৯টার দিকে বাজার থেকে বাসায় ফেরার পর চন্দনা বমি করতে থাকেন। স্থানীয় গ্রাম্য ডাক্তার মাহামুদুল্লাহকে চিকিৎসার জন্য বাসায় ডেকে আনলে তার পালস না পাওয়ায় তিনি অন্যত্র নেওয়ার পরামর্শ দিয়ে চলে যান। এর কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়।

 

তিনি আরও জানান, চন্দনা একটি ছেলের সঙ্গে মোবাইলে কথা বলত। এমনকি প্রায় আড়াই মাস আগে চন্দনা হারপিক পান করে অসুস্থ হয়ে পড়েছিল।

 

এ ব্যাপারে থানার ওসি সবজেল হোসেন জানান, চন্দনা মণ্ডলের মৃত্যুর কোনো আলামত বা কারণ জানা যায়নি। থানায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ