টানা সিরিজ হারের পর একের পর এক ইনজুরিতে বিপর্যস্ত বাংলাদেশ দল। শুরুতে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছিটকে যান মুশফিকুর রহিম। এমনকি টেস্ট সিরিজ শেষে সাদা বলেও নাজমুল হোসেন শান্ত’র খেলা নিয়ে শঙ্কা রয়েছে। এই টাইগার অধিনায়ক এখনও চোট কাটিয়ে পুরোপুরি ফিট হতে পারেননি। ইনজুরির তালিকায় সবশেষ যুক্ত হলো তাওহীদ হৃদয়ের নাম।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজে শান্ত–ও খেলতে পারবেন কি না আগে থেকে সেটি জানার অপেক্ষায় বিসিবি। হৃদয়ের জন্য একইভাবে তাদের অপেক্ষা করতে হচ্ছে। শান্ত’র খেলা নিয়ে নিশ্চিত রিপোর্ট পাওয়ার লক্ষ্যে ওয়ানডে সিরিজের দল ঘোষণায় দেরি করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।