শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৬:৩৬ পূর্বাহ্ন

সাবেক মন্ত্রী ফরহাদকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ আদালতের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ২২ প্রদর্শন করেছেন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলা ও জামায়াত নেতা তারিক হত্যা মামলার আসামি সাবেক জনপ্রশাসনমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেনেকে আদালতে হাজির করা হয়।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে তাকে আদালতে নিয়ে আসা হয়। এসময় একই মামলায় মন্ত্রীর ছোট ভাই সরফরাজ হোসেন মৃদুল আসামি হিসেবে উপস্থিত ছিলেন।

জামায়াত নেতা তারিক হত্যা মামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আবু সালেহ মোহাম্মদ নাছিম আসামিদের ৭ দিনের রিমান্ড আবেদন করেন। তবে বিজ্ঞ আদালতে তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করে মেহেরপুর জেলগেটে জিজ্ঞাসাবাদ মঞ্জুর করেন।

বৃহস্পতিবার সকালে মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম শারমিন নাহার এ আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী হিসেবে আদালতে উপস্থিত ছিলেন এডভোকেট ইব্রাহিম শাহীন।

মেহেরপুর জেলা কারাগার থেকে আজ সকাল ৭টার দিকে আসামি হিসেবে ফরহাদ হোসেন ও তার ভাই সরফরাজ হোসেন মৃদুলকে একটি প্রিজনভ্যানে করে আদালতে নেওয়া হয়। আদালতে কাঠগড়ায় ২০ মিনিট অবস্থান করেন। এসময় তাদের দুটি মামলায় হাজিরা শেষে পুলিশি পাহারায় আদালত থেকে জেলা কারাগারে নেয়া হয়। সাবেক জনপ্রশাসন মন্ত্রীর আদালতে হাজিরা থাকার দিন ধার্য থাকায় কারাগারসহ আদালত চত্বরে অতিরিক্ত পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনী মোতায়েন ছিল।

এর আগে বুধবার রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজনভ্যানে সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনকে মেহেরপুর জেলা কারাগারে আনা হয়। ফরহাদ হোসেনকে মেহেরপুর আনার খবর এলাকার অনেক উৎসুক মানুষ সড়কের দুপাশে অবস্থান নিয়েছিলেন। জেলা কারাগারের সামনেও কিছু মানুষ ভিড় করেন।

এর আগে থেকেই পুরো শহর এবং কারাগার এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন ছিল। ফলে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটনা ছাড়াই তাকে কারাগারে নিয়ে যায় পুলিশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ