শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৩:৪৯ অপরাহ্ন

টেকনাফে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বিপুল মাদক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩ প্রদর্শন করেছেন

কক্সবাজারের টেকনাফ উপজেলা এলাকায় যৌথ-বাহিনী অভিযান চালিয়ে এক লক্ষ ২০ হাজার পিস ইয়াবা ও চার বোতল ফেনসিডিল জব্দ করেছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল হক এই বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার মধ্যরাতে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট শাহপরীরদ্বীপ ও র‌্যাব-১৫ সিপিসি টেকনাফ সাবরাং খুর সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি ইঞ্জিন চালিত নৌকায় রাখা ব্যাগ ও বস্তা থেকে এক লক্ষ ২০ হাজার ইয়াবা ও চার বোতল ফেনসিডিল এবং দুইটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়। তবে মাদককারবারীরা পালিয়ে যেতে সক্ষম হয়।

তিনি আরও জানান, জব্দ হওয়া ইয়াবা ও ফেনসিডিল মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর ধ্বংস করতে প্রস্তুতি নিচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ