এশিয়া কাপের ১৭তম আসর চলছে। আজ নবম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ। এই ম্যাচটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হংকংয়ের বিপক্ষে জয়ে মিশন শুরু করা বাংলাদেশ, দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে বিদায়ে শঙ্কিত।
আজ আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে হেরে গেলে টাইগারদের বিদায় নিশ্চিত হয়ে যাবে। তবে এই ম্যাচেই একটি মাইলফলক স্পর্শ করেছে বাংলাদেশ ক্রিকেট দল।
এর আগে পাকিস্তান, ভারত, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলংকা, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ২০০ টি-টোয়েন্টি ম্যাচ খেলার ক্লাবে পৌঁছায়।
সবচেয়ে বেশি টি-টোয়েন্টি খেলেছে পাকিস্তান দল। ২৭৪ ম্যাচে দলটি জিতেছে ১৫৬টি ম্যাচে। সবচেয়ে বেশি টি-টোয়েন্টি জিতেছে ভারত। ২৪৯ ম্যাচে ভারতের জয় ১৬৬টি ম্যাচে। আজ বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান খেলেছে ১৪৭ ম্যাচ। তারা জিতেছে ৯০ ম্যাচে।
১৯৯টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত বাংলাদেশ জিতেছে ৭৯ ম্যাচ, হেরেছে ১১৫ ম্যাচ। আজ টি-টোয়েন্টিতে ৮০তম জয় পেতে বাংলাদেশের জন্য অনুপ্রেরণা হতে পারে মাইলফলক ছোঁয়ার ম্যাচগুলোতে দলের আগের কীর্তি।
বাংলাদেশ তাদের শততম টি-টোয়েন্টি খেলেছিল ২০২১ সালের জুলাইয়ে। প্রথম ১০০ টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশের লেগেছিল প্রায় ১৫ বছর।
শততম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টিতে ‘সেঞ্চুরি’র মাইলফলক ছোঁয়ার ম্যাচটি বাংলাদেশ জেতে ৮ উইকেটে। হারারাতে সেদিন ৫০ রান করে ও ১ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন সৌম্য সরকার।