চ্যাম্পিয়ন হয়েও কেন ট্রফি নেয়নি ভারত

পুরস্কার বিতরণ তখন শুধু চ্যাম্পিয়ন দলের বাকি। এমন সময় উপস্থাপনার দায়িত্বে থাকা সাইমন ডুল ঘোষণা দেন, ‘এসিসির পক্ষ থেকে বলা হয়েছে, ভারতীয় দল তাদের পুরস্কার আজ গ্রহণ করবে না।’ এরপর বিতর্ক,  আলোচনা এবং সমালোচনা। তবে কেন ট্রফি নেয়নি ভারত?

৪১ বছর পর ভারত-পাকিস্তানের  এশিয়া কাপের ফাইনাল পরিণত হয়েছিল মহারণে। শেষ ওভার পর্যন্ত উত্তেজনায় ভরপুর ম্যাচে জয় পায় সূর্যকুমার যাদবের ভারত। তবে এশিয়া কাপ শেষ হলেও নাটক শেষ হয়নি। দুদেশের রাজনৈতিক বৈরিতার তীব্র ঝাঁজ লেগে ছিল।

ম্যাচ শেষের প্রায় দেড় ঘণ্টা পর শুরু হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠান। মঞ্চে ব্যক্তিগত পুরস্কারগুলো ঠিকঠাক দেয়া হলেও চ্যাম্পিয়ন দলকে ট্রফি দেয়ার পালা আসতেই তৈরি হয় নাটকীয়তা। ভারতীয় দলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে পুরস্কার গ্রহণ না করার কোনো কারণ খোলাসা করা হয়নি।

বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, পুরস্কার বিতরণ মঞ্চে পাকিস্তানের মন্ত্রী পরিষদের সদস্য, এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)-এর চেয়ারম্যান মহসিন নাকভি উপস্থিত থাকার কারণেই তার হাত থেকে পুরস্কার নিতে রাজি হয়নি ভারত। এসিসি প্রধান হিসেবে নাকভির হাত থেকেই চ্যাম্পিয়ন দলের ট্রফি নেয়ার কথা ছিল।

গত কয়েক মাস ধরে ভারত-পাকিস্তানের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব চরমে। ফাইনালের আগেই শোনা যাচ্ছিল, ভারত চ্যাম্পিয়ন হলে নাকভির হাত থেকে ট্রফি নেবে না। শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও, পুরস্কার গ্রহণ না করার মাধ্যমে সেই গুঞ্জনই সত্য হয়।

ট্রফি গ্রহণ না করলেও, ভারতীয় দলের ক্রিকেটাররা পরে ট্রফি ছাড়াই নিজেদের মতো করে উদযাপন করেন এবং মাঠের ফটোগ্রাফারদের জন্য চ্যাম্পিয়ন হিসেবে পোজ দিয়ে ছবিও তোলেন। তবে ট্রফি না পাওয়ায় ক্ষোভ ঝেড়েছে ভারতের ক্রিকেট বোর্ড। তারা আইসিসির সভায় কড়া প্রতিবাদ জানাবে বলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *