বিশ্বকাপ শুরু আজ, বাংলাদেশের খেলা কবে

ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের মেয়েদের অভিষেক হয়েছে ২০২২ আসরে। সেবার সাত ম্যাচের ছয়টিতে হেরে আট দলের আসরে সপ্তম হয়েছিল বাংলাদেশ। এবার উন্নতির গ্রাফ আরেকটু উঁচুতে তুলে ধরার লক্ষ্য নিয়ে বিশ্বকাপ অভিযানে গেছে নিগার সুলতানার দল।

ভারতের গুয়াহাটিতে আজ দুই সহআয়োজক ভারত ও শ্রীলংকার ম্যাচ দিয়ে পর্দা উঠছে নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের। বৃহস্পতিবার কলম্বোয় নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

গত আসরে নিগারদের একমাত্র জয় ছিল পাকিস্তানের বিপক্ষেই। শেষ প্রস্তুতি ম্যাচে স্বাগতিক শ্রীলংকাকে এক রানে হারিয়ে আত্মবিশ্বাসের জ্বালানি পেয়ে গেছেন বাংলাদেশের মেয়েরা। লিগপর্বে আট দলই একবার করে পরস্পরের মুখোমুখি হবে। সবার সাতটি করে ম্যাচ শেষে শীর্ষ চার দল উঠবে সেমিফাইনালে।

আগের ১২ আসরে সাতবার শিরোপা উৎসব করেছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। এছাড়া ইংল্যান্ড চারবার ও নিউজিল্যান্ড জিতেছে একবার। দুবারের রানার্সআপ ভারত এবার ঘরের মাঠে প্রথম শিরোপা জিততে উন্মুখ।

এবারের আসরে থাকছে রেকর্ড ১৩.৮৮ মিলিয়ন ডলার প্রাইজমানি, ছেলেদের গত ওয়ানডে বিশ্বকাপের চেয়েও বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *