অনেক দিন ধরেই অভিনয়ে নিয়মিত নন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী চম্পা। পরিবার নিয়েই এখন যত ব্যস্ততা তার।কিছুদিন পর বাংলাদেশ বাহিরে য়াওয়ার কথা এ অভিনেত্রীর।সেখান থেকে ফিরেই অভিনয়ে নিয়মিত হওয়ার ইচ্ছা আছে, তবে এর জন্য ভালো গল্প ও চরিত্রের অপেক্ষায় থাকবেন বলে জানালেন।চম্পা বলেন, ‘নিয়মিতই অভিনয়ের প্রস্তাব আসে। কিন্তু সমস্যা হচ্ছে, যে চরিত্রে অভিনয় করব তার প্রতি আগে নিজের আগ্রহ জন্মাতে হবে।শুধু কাজই নয়, একজন শিল্পীকে সেটে ঠিকঠাক সম্মান যেন দেওয়া হয় সেই দিকটাও বিবেচনায় থাকবে। গল্প ও চরিত্র ভালো লাগলেই অভিনয়ে আবার নিয়মিত হব।’