‘সাতটি মাস’ শিরোনামের গানে তাঁর সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন এহসান রাহী। রাজু চৌধুরীর কথা ও সেতু চৌধুরীর সংগীতায়োজনে শব্দ কারিগর ইউটিউব চ্যানেল থেকে খুব শিগগির ভিডিও আকারে গানটি প্রকাশিত হবে।সাত মাস তারা একটা সম্পর্কে ছিল, সেই সম্পর্কটা তাদের কাছে মনে হয় ৭০০ বছর। খুব সুরেলা একটা গান। গাওয়ার পাশাপাশি সুরও করেছি। শব্দ কারিগর এ পর্যন্ত চল্লিশোর্ধ্ব গান করেছে, এটাই তাদের প্রথম দ্বৈত গান।ন্যানসি ও আমার দুজনেরই মনে হয়েছে, গানটি শ্রোতাদের ভালো লাগবে।’