এমন চ্যালেঞ্জের মুখে আর কখনো পড়েননি কাবরেরা

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে আজ হংকংয়ের মুখোমুখি বাংলাদেশ। ম্যাচটা বাংলাদেশের জন্য কঠিন, চ্যালেঞ্জেরও বটে। তবে এই ম্যাচকে ব্যক্তিগতভাবেও বেশ বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন কোচ হাভিয়ের কাবরেরা। জানালেন, এমন চ্যালেঞ্জের মুখে আর কখনো পড়েননি!

বুধবার ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এই ম্যাচ খুবই চ্যালেঞ্জিং। সামনে আমাদের আরও বড় ম্যাচ আছে। হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে এবং ভারতের বিপক্ষে হোম ম্যাচ। জানি, আমাদের ক্ষমতা আছে, যদি আমরা সর্বোচ্চটা দিতে পারি।’

ভালো খেলার কথা জানালেন কোচ, ‘আমরা ১০ দিন প্রস্তুতি নিয়েছি। এটা এক বিশাল চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি। কারণ আমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। আমরা প্রস্তুত। সবচেয়ে রোমাঞ্চকর বিষয় হচ্ছে, স্টেডিয়ামভর্তি দর্শকের সামনে খেলার সুযোগ পাব।’

সিঙ্গাপুর ম্যাচে যে ভুল হয়েছে তা আর চান না হাভিয়ের, ‘সিঙ্গাপুর ম্যাচে অনেক প্রত্যাশা ছিল আমাদের। আমাদের লক্ষ্য হলো, আগের ভুল আর না করা।’

দলের চোট সমস্যা নিয়ে কোচ বলেন, ‘সুমন রেজা ইনজুরিতে। তপুও জটিল ইনজুরিতে ভুগছিল। আমাদের মেডিকেল টিম এবং তপু নিজেও দারুণ কাজ করেছে।’

দীর্ঘদিন বাংলাদেশের কোচ হিসাবে থাকলেও এখনো দলকে কোনো ট্রফি এনে দিতে পারেননি হাভিয়ের। বিষয়টি পীড়া দেয় কোচকেও। তবে সেসব হিসেব একপাশে রেখে এবার এশিয়ান কাপে উতরে যাওয়ার লক্ষ্য তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *