সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:৩৬ অপরাহ্ন

প্রত্যাখ্যান করা স্বর্ণপদক হাতে পেল রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন

প্রতিবেদকের নামঃ
  • প্রকাশের সময়ঃ সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ৪৬ প্রদর্শন করেছেন

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে দুর্নীতির প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া স্বর্ণপদক ও সনদ কুরিয়ারযোগে ফেরত পাঠিয়েছিলেন বিশ্ববিদ্যালয়টির প্রাক্তন শিক্ষার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. নূরুল হুদা। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে বারবার দুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতির বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া স্বর্ণপদক এবং প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতে গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট বিশ্ববিদ্যালয় স্বর্ণপদক ও স্বর্ণপদকের মূল সনদ এবং বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের নিকট প্রধানমন্ত্রী স্বর্ণপদক ও স্বর্ণপদকের মূল সনদ ফেরত পাঠিয়েছেন।এর আগে গতকাল রোববার বিকেলে এস এ পরিবহন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর স্বর্ণপদক ও সনদ পাঠান নূরুল হুদা।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবদুস সালাম প্রথম আলোকে বলেন, ‘নূরুল হুদার পাঠানো স্বর্ণপদক ও সনদ আজ দুপুরে হাতে পেয়েছি। জিনিসগুলো বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের নিকট জমা দেওয়া হবে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ