৪০ বছর বয়সেও রোনালদোর চোখধাঁধানো বাইসাইকেল গোল

ম্যাচের ফল তখন কার্যত নির্ধারিত,বাকি কেবল রেফারির শেষ বাঁশির অপেক্ষা। ঠিক সেই মুহূর্তে ডান দিক থেকে বক্সে দারুণ এক ক্রস বাড়ান নাওয়াফ। গোলমুখে দৌড়াতে থাকা ক্রিস্তিয়ানো রোনালদো হঠাৎ থেমে গিয়ে শরীর ঘুরিয়ে শূন্যে উঠে নেন অসাধারণ এক বাইসাইকেল কিক। গোলরক্ষক ঝাঁপিয়ে পড়ে বলের নাগাল পেলেও জালে পাঠানো থেকে ঠেকাতে পারেননি। এরপরই কর্নার ফ্ল্যাগের দিকে ছুটে গিয়ে রোনালদো করেন তার সেই চিরচেনা উদযাপন।

৪০ বছর বয়সেও তার এমন অভিনব গোল আবারও প্রমাণ করে ফিটনেসে তিনি এখনও টপ ক্লাস। গোলটি মনে করিয়ে দেয় সাত বছর আগে জুভেন্টাসের জার্সিতে তার সেই বিখ্যাত বাইসাইকেল কিকের কথা।

রোববার ঘরের মাঠে আল নাসর ম্যাচটি জিতেছে ৪-১ গোলে। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে রোনালদো গোলটি করেন। এর আগে জোয়াও ফেলিক্স, ওয়েসলি রিবেইরো ও সাদিও মানে একটি করে গোল করেন।

হাজার গোলের মাইলফলকের দিকে ছুটে চলা রোনালদোর ক্যারিয়ার মোট গোল এখন ৯৫৪। চলতি সৌদি প্রো লিগে ৯ ম্যাচে করেছেন ১০ গোল। লিগের সর্বোচ্চ স্কোরারের তালিকায় তার ওপরে আছেন কেবল সতীর্থ ফেলিক্স, এক গোল বেশি করে।

৯ ম্যাচে শতভাগ সাফল্য ধরে রেখে ২৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে আল নাসর। সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আল হিলাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *