১২ হাজার বছর পর ভয়াবহ অগ্ন্যুৎপাত, ছেয়ে গেছে ভারত-পাকিস্তানের আকাশ

পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ার উত্তর-পূর্বাঞ্চলের হাইলি গুব্বি আগ্নেয়গিরি প্রায় ১২ হাজার বছর নিষ্ক্রিয় থাকার পর ভয়াবহ অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। টুলুজ ভলকানিক অ্যাশ অ্যাডভাইজরি সেন্টার (ভ্যাক) জানিয়েছে, অগ্ন্যুৎপাতের ফলে ছাই-মেঘ আকাশে ১৪ কিলোমিটার পর্যন্ত উঠে যায় এবং তা ভাসতে ভাসতে ইয়েমেন, ওমান, ভারত এবং পাকিস্তানের উত্তরাঞ্চলের আকাশেও ছেয়ে গেছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টিআরটি ওয়ার্ল্ড।

স্থানীয় সময় রোববার (২৩ নভেম্বর) কয়েক ঘণ্টা ধরে চলা এই অগ্ন্যুৎপাত আফার অঞ্চলে ঘটে, যা রাজধানী আদ্দিস আবাবা থেকে প্রায় ৮০০ কিলোমিটার উত্তর-পূর্বে, ইরিত্রিয়া সীমান্তের কাছাকাছি অবস্থিত। প্রায় ৫০০ মিটার উচ্চতার হাইলি গুব্বি আগ্নেয়গিরিটি রিফট ভ্যালিতে অবস্থান করছে-যেখানে দুটি টেকটোনিক প্লেট মিলিত হয়ে তীব্র ভূতাত্ত্বিক গতিশীলতার সৃষ্টি করে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা গেছে, আগ্নেয়গিরি থেকে ঘন সাদা ধোঁয়ার বিশাল কুণ্ডলী আকাশে উঠে যাচ্ছে এবং তা ধীরে ধীরে লোহিত সাগরের দিকে ভেসে যাচ্ছে।

স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনের গ্লোবাল ভলকানিজম প্রোগ্রাম জানিয়েছে, হাইলি গুব্বির হোলোসিন যুগে-অর্থাৎ শেষ ১২ হাজার বছরে-কোনো অগ্ন্যুৎপাতের রেকর্ড নেই। মিশিগান টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির আগ্নেয়গিরি বিশেষজ্ঞ সায়মন কার্ন ব্লুস্কাই-এটি নিশ্চিত করেছেন, ‘হাইলি গুব্বির হোলোসিন যুগে কোনো অগ্ন্যুৎপাতের রেকর্ড নেই।’

অগ্ন্যুৎপাতের ছাই এখনও দক্ষিণ এশিয়ার দুই দেশ-ভারত এবং পাকিস্তানের কিছু অঞ্চলের আকাশে ভেসে থাকায় স্থানীয় আবহাওয়া বিভাগগুলো সতর্কবার্তা জারি করেছে। তবে জনবসতিপূর্ণ এলাকায় বড় কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Advertisement (Demo – Google AdSense will appear here after approval)