পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ার উত্তর-পূর্বাঞ্চলের হাইলি গুব্বি আগ্নেয়গিরি প্রায় ১২ হাজার বছর নিষ্ক্রিয় থাকার পর ভয়াবহ অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। টুলুজ ভলকানিক অ্যাশ অ্যাডভাইজরি সেন্টার (ভ্যাক) জানিয়েছে, অগ্ন্যুৎপাতের ফলে ছাই-মেঘ আকাশে ১৪ কিলোমিটার পর্যন্ত উঠে যায় এবং তা ভাসতে ভাসতে ইয়েমেন, ওমান, ভারত এবং পাকিস্তানের উত্তরাঞ্চলের আকাশেও ছেয়ে গেছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টিআরটি ওয়ার্ল্ড।
স্থানীয় সময় রোববার (২৩ নভেম্বর) কয়েক ঘণ্টা ধরে চলা এই অগ্ন্যুৎপাত আফার অঞ্চলে ঘটে, যা রাজধানী আদ্দিস আবাবা থেকে প্রায় ৮০০ কিলোমিটার উত্তর-পূর্বে, ইরিত্রিয়া সীমান্তের কাছাকাছি অবস্থিত। প্রায় ৫০০ মিটার উচ্চতার হাইলি গুব্বি আগ্নেয়গিরিটি রিফট ভ্যালিতে অবস্থান করছে-যেখানে দুটি টেকটোনিক প্লেট মিলিত হয়ে তীব্র ভূতাত্ত্বিক গতিশীলতার সৃষ্টি করে।
স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনের গ্লোবাল ভলকানিজম প্রোগ্রাম জানিয়েছে, হাইলি গুব্বির হোলোসিন যুগে-অর্থাৎ শেষ ১২ হাজার বছরে-কোনো অগ্ন্যুৎপাতের রেকর্ড নেই। মিশিগান টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির আগ্নেয়গিরি বিশেষজ্ঞ সায়মন কার্ন ব্লুস্কাই-এটি নিশ্চিত করেছেন, ‘হাইলি গুব্বির হোলোসিন যুগে কোনো অগ্ন্যুৎপাতের রেকর্ড নেই।’
অগ্ন্যুৎপাতের ছাই এখনও দক্ষিণ এশিয়ার দুই দেশ-ভারত এবং পাকিস্তানের কিছু অঞ্চলের আকাশে ভেসে থাকায় স্থানীয় আবহাওয়া বিভাগগুলো সতর্কবার্তা জারি করেছে। তবে জনবসতিপূর্ণ এলাকায় বড় কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি।