দেশের মাঠেই ব্যর্থ ভারত, মানতে পারছেন না সাবেক অধিনায়ক

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে নাকানি চুবানি খাচ্ছে ভারত। কলকাতার ইডেন গার্ডেন টেস্টে ১২৪ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমে হেরে যায় ভারত। গুয়াহাটিতে চলমান টেস্টেও পরাজয়ের দ্বার প্রান্তে ঋষভ পন্থের নেতৃত্বাধীন দলটি।

দল নির্বাচনে গম্ভীরের আনাড়িপনা ভারতকে ডোবাচ্ছে বলে মনে করেন শ্রীকান্ত। নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে সাবেক এই অধিনায়ক বলেন,‘অক্ষর প্যাটেল (গুয়াহাটি টেস্টে) কেন খেলছে না? সে কি ফিট ছিল না? সব প্রতিযোগিতায় সে ধারাবাহিক ছিল। এত বেশি কাটাকাটি আর পরিবর্তন কেন? গৌতম গম্ভীর যা ইচ্ছা বলতে পারে- আমি গায়ে মাখছি না। আমি সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক ছিলাম। আমি জানি আমি কী নিয়ে কথা বলছি।’

শ্রীকান্ত আরও বলেন,‘আমি বুঝতে পারছি না। কুলদীপ যাদব বলেছিল পিচে কিছুই হচ্ছে না। তারপর আমরা আজ (গতকাল) দেখলাম ভারতীয়রা স্লিপে সিমন হার্মার ও কেশাভ মহারাজের বলে ক্যাচ উঠিয়ে দিচ্ছে, আবার মার্কো জেনসেনের বাউন্সারেও আউট হচ্ছে। এমন পিচেও শুধু খাটো লেন্থের বলেই ৫ উইকেট!’

শ্রীকান্ত সমালোচনা করে বলেছেন, ‘তারা বলবে এটা তার স্বাভাবিক খেলা, কিন্তু সে অধিনায়ক। তার কি ম্যাচের পরিস্থিতি দেখা উচিত ছিল না?’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Advertisement (Demo – Google AdSense will appear here after approval)