বিজিবি’র বিশেষ অভিযানে সিএনজি ও এক লক্ষ ৩০,হাজার পিস ইয়াবা সহ ০১ জন রোহিঙ্গা পাচারকারী আটক।

শহীদুল ইসলাম শাহেদ,টেকনাফ প্রতিনিধি:

কক্সবাজার জেলার কক্সবাজার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ৩৪ ব্যাটালিয়নের বিশেষ মাদকবিরোধী অভিযানে ১,৩০,০০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট এবং সিএনজিসহ ০১ জন আসামী আটক করা হয়।

কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি এ তথ্য নিশ্চিত করেন।

অদ্য ২৫ নভেম্বর ২০২৫ তারিখ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনস্থ রেজুআমতলী বিওপি’র বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, দায়িত্বপূর্ণ কুতুপালং এলাকা হতে ০১ টি সিএনজিযোগে ইয়াবার একটি বড় চালান কক্সবাজারের উদ্দেশ্যে গমন করবে। উক্ত সংবাদের ভিত্তিতে আনুমানিক ১৮২০ ঘটিকায় রেজুআমতলী বিওপি’র বিশেষ টহলদল কর্তৃক উখিয়া হতে কক্সবাজারগামী বর্ণিত সিএনজিকে ধাওয়া করে সীমান্ত পিলার-৩৯ হতে আনুমানিক ০৮ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে হিজলিয়া নামক স্থানে সিএনজিটি আটক করতঃ তল্লাশি করে চালকের সামনের বক্সে এবং সিটের নিচে অভিনব কায়দায় লুকায়িত অবস্থা বার্মিজ ইয়াবা ট্যাবলেট- ১,৩০,০০০ পিস, মাদক পাচারে ব্যাবহৃত সিএনজি- ১ টি এবং এন্ড্রোয়েট মোবাইল (oppo f27)- ১ টিসহ এফডিএমএন-আব্দুল্লাহ (২৪), পিতা-মৃতঃ মীর আহমেদ, রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প, ব্লক-ই, থানা-উখিয়া, জেলা- কক্সবাজারকে আটক করতে সক্ষম হয়েছে।

উল্লেখ্য, আটককৃত আসামীকে বার্মিজ ইয়াবা ট্যাবলেট ও অন্যান্য মালামালসহ প্রচলিত আইন অনুযায়ী থানায় মামলা দায়ের করতঃ পুলিশের নিকট সোপর্দের কার্যক্রম পক্রিয়াধীন।

অধিনায়ক বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা এবং মাদকসহ নানা অবৈধ কার্যক্রম দমনে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আসছে। এসব অভিযানের মাধ্যমে কক্সবাজারবাসীর মধ্যে আস্থা ও স্বস্তি ফিরে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Advertisement (Demo – Google AdSense will appear here after approval)