১২০ টাকায় পুলিশে চাকরির স্বপ্নপূরণ টাঙ্গাইলের ৫০ জনের
টাঙ্গাইলের গোপালপুরের শিমলাপাড়া গ্রামের মেঘলা রানীর বাবা কাশীরাম দাস প্রায় দুই যুগ ধরে খাল-বিল, নদ-নদীসহ বিভিন্ন জায়গায় মাছ ধরেন। এতে কোনোরকম পাঁচ সদস্যের সংসার চলত মেঘলা রানীদের। অন্য সহপাঠীদের পরিবারের মতো সচ্ছলভাবে না চললেও মেঘলা রানী ছিল অনেক মেধাবী। ছোটবেলা থেকে পুলিশে চাকরি নিয়ে দেশের সেবা করার ইচ্ছাও ছিল প্রবল। অবশেষে বুধবার রাতে টাঙ্গাইলে পুলিশের…