প্রেমিক নয় ‘বন্ধুকে’ বিয়ে করেন আনুশকা
আনুশকা শর্মা একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী, প্রযোজক ও সাবেক মডেল। তিনি ‘রব নে বানা দি জোড়ি’ ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র অভিষেকেই প্রশংসিত হন। চলচ্চিত্রে অবদান রেখে ফিল্মফেয়ার পুরস্কারও জিতেন। তার বাবা কর্নেল অজয় কুমার শর্মা একজন সেনা কর্মকর্তা, মা অসিমা শর্মা গৃহিণী। তিনি আর্মি স্কুলে পড়াশোনা করেন এবং বেঙ্গালুরু মাউন্ট কারমেল কলেজ থেকে স্নাতক পাশ…