বাস্কেটবল খেলেছেন, ফুটবলভক্ত ছিলেন পোপ ফ্রান্সিস
পোপ ফ্রান্সিস ইস্টার সানডে’র সকালে প্রয়াত হয়েছেন। তার বয়স হয়েছিল ৮৮। তার প্রয়াণে ইতালির ফুটবলে নেমে আসে শোকের ছায়া। রোমের বিশপের প্রতি শ্রদ্ধা জানাতে এদিন ইতালিতে সব ফুটবল ম্যাচ স্থগিত করা হয়। এর মধ্যে সেরি-এ লিগের ম্যাচ ছিল চারটি। পোপ ফ্রান্সিস ছিলেন ফুটবল-ভক্ত। শৈশব থেকে আর্জেন্টাইন দল স্যান লরেঞ্জোর সমর্থক ছিলেন। টিনএজ বয়সে তিনি বাস্কেটবল…