মেসির সঙ্গে জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ, এখন কাজ করেন দোকানে
বার্সেলোনা সবশেষবার যখন ট্রেবল জিতল, তাতে বড় অবদান ছিল জেরেমি ম্যাথিউর। বিশেষ করে সে বছর লা লিগা জয়ে সরাসরি অবদান ছিল তার। রিয়াল মাদ্রিদ আর সেল্টা ভিগোর বিপক্ষে টানা দুই ম্যাচে করেছিলেন গোল। ডিফেন্ডার ম্যাথিউর গোলদুটোতেই তিন আর তিন ৬ পয়েন্ট পেয়েছিল বার্সা। এরপর বার্সেলোনার লিওনেল মেসির সঙ্গী হয়ে চ্যাম্পিয়ন্স লিগ, কোপা দেল রে আর…