সম্মানসূচক পাম ডি’অর উঠছে ডি নিরোর হাতে
অভিনয় ও প্রযোজনায় জীবনের অসামান্য অবদানের জন্য রবার্ট ডি নিরোকে দেওয়া হচ্ছে সম্মানজনক পাম ডি’অর। আগামী ১৩ মে শুরু হতে যাওয়া ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। ঠিক ১৪ বছর আগে, ২০১১ সালে কান উৎসবের প্রধান বিচারকের দায়িত্ব পালন করেছিলেন দুইবারের অস্কারজয়ী এই অভিনেতা। সেই দিনেই…