নিজের কাছে কোনো প্রতিজ্ঞায় বিশ্বাস করি না: পায়েল
সাধারণত নিজের জন্মদিনটা কাছের মানুষের সঙ্গেই কাটাতে বেশ পছন্দ করেন সবাই। টালিউড অভিনেত্রী পায়েল সরকারেরও তেমন পছন্দ। কাছের মানুষরা জন্মদিনের আনন্দের খরাক। সোমবার (১০ ফেব্রুয়ারি ) সেভাবেই কেটেছে অভিনেত্রীর জন্মদিন। রোববার রাতেই জন্মদিনের উদযাপন শুরু হয়েছিল। পরিবার ও বন্ধুরা পায়েলের জন্য কেক নিয়ে এসেছিলেন। বিশেষ দিনটিতে শুটিং রাখেননি অভিনেত্রী। তিনি বললেন, জন্মদিনের দিনটা সব সময়…