তিস্তা পাড়ের মানুষের দুঃখ শুনতে কাউনিয়ায় আসছেন দুই উপদেষ্টা
তিস্তা নদী, এক দুঃখের নাম। ভারতীয় বাঁধের জেরে শুষ্ক মৌসুমে এ নদীতে থাকে না পানি। আর বর্ষায় থাকে মাত্রাতিরক্ত পানি। এতে করে দেখা দেয় বন্যার। পাশাপাশি ভাঙন তো রয়েছে। তিস্তা পাড়ের মানুষদের দুঃখ ও দুর্দশার কথা শুনতে রংপুরের কাউনিয়ায় আসছেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা। আগামীকাল (রোববার) সেখানে যাবেন তারা। যে দুই উপদেষ্টা কাউনিয়ায় যাবেন তারা…