বর্ষসেরা একাদশে বাংলাদেশি পেসার, নেই কোনো ভারতীয়
২০২৪ বছরটা শেষ হয়ে গেছে। নতুন বছর শুরুও হয়ে গেছে। তবে গেল বছরের ব্যবচ্ছেদ এখনও চলছে। কে কেমন পারফর্ম করলেন, সেসব বিচার চলছেই। সে ধারাবাহিকতায় এবার নাম লেখাল উইজডেন। তাদের বর্ষসেরা ওয়ানডে একাদশ ঘোষণা হয়েছে এবার। সে তালিকায় জায়গা মিলেছে এক বাংলাদেশির। তিনি তাসকিন আহমেদ। তবে এতে কোনো ভারতীয় ক্রিকেটার জায়গা পাননি। গেল বছরটা দারুণ…