ভদ্রলোকের খেলা ক্রিকেট কি ভদ্ররা খেলেন?
একটা সময়ে খেলা ছিল নিছক বিনোদনের মাধ্যম। শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশের লক্ষ্যেই খেলাধুলায় আকৃষ্ট হতেন অনেকে। মূলকথা হলো- মনকে চনমনে রাখা এবং অন্যদের বিনোদিত করাই ছিল খেলার প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য। কিন্তু সময়ের পরিক্রমায় খেলাধুলায় এসেছে আভিজাত্য, এসেছে পেশাদারিত্ব। বেড়েছে অর্থের ঝনঝনানি। খেলায় অর্থের মোহ ঢুকে যাওয়ায়; খেলোয়াড় এবং খেলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের কদর…