সামরিক ইউনিফর্মসহ ২ ডাকাত সদস্য গ্রেফতার
কক্সবাজারে টেকনাফ উপজেলার হোয়াইক্যং বাজার থেকে ডাকাত নবী হোসেন দলের ২ সদস্যকে সামরিক ইউনিফর্ম ও অন্যান্য দ্রবাদিসহ গ্রেফতার করেছে যৌথ বাহিনী।এ সময় সামরিক বাহিনীর ইউনিফর্মের শার্ট ৬টি, প্যান্ট ২০টি, চাল ২০০ কেজি, ডাল ১০০ কেজি, ১২ ভোল্টের ব্যাটারি ১টি ও দেড়শ ওয়াটের ২টি সোলার প্যানেল উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার রাতে সেনাবাহিনী, এপিবিএন ও পুলিশসহ…