অভিষেকে ৪৬ রান করলেন অঙ্কন
শেষ কিছু দিনে বাংলাদেশের মিডল অর্ডার যেন ছিল বেহুলার বাসর। মাঝের ব্যাটাররা বড় রান যেন করতেই পারছিলেন না। যার ফলে দলও ভুগছিল, তাসের ঘরের মতো ভেঙে পড়ছিল দলের ইনিংস। সে কারণেই দলে নেওয়া হয়েছিল মাহিদুল অঙ্কনকে। অভিষেকে নেহায়েত মন্দ করেননি তিনি। ৭৬ বলে করেছেন ৪৬ রান। স্ট্রাইক রেট নিয়ে কথা উঠতেই পারে, মোটে ৬০ স্ট্রাইক…