বিতর্কের মাঝেই শুভশ্রীকে নিয়ে মুখ খুললেন দেব
‘ধূমকেতু’ রিলিজের পরেই ফের মনোমালিন্য টালিউডের জনপ্রিয় জুটি দেব-শুভশ্রীর। সম্প্রতি দেবের একটি মন্তব্যকে ঘিরে টলিউডে তুমুল বিতর্ক শুরু হয়েছে। প্রশ্ন উঠেছিল, আজ যদি তার প্রযোজনা সংস্থা আবার ‘ধূমকেতু’ বানাত, তবে কি তিনি শুভশ্রীকে নায়িকা হিসেবে নিতেন? এর জবাবে অভিনেতা জানান, শুভশ্রী এখন দুই সন্তানের মা, তাই আগের মতো মুখের সারল্য আর নেই। ফলে হয়তো তাকে…