সেই শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের চেয়েও বেশি রান করল হংকং
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশকে রানের জন্য রীতিমতো সংগ্রাম করতে হয়েছিল। শুরুর দুই ওভার তো রানই পায়নি লিটন দাসের দল। শেষমেশ যদিও জাকের আলী আর শামীম পাটোয়ারীর কল্যাণে ১৩৯ রান করেছে, তবে টি-টোয়েন্টির বিচারে তো বটেই, সে উইকেটের পরিস্থিতি বিবেচনাতেও রানটা ছিল বড্ড কম। সেই ম্যাচের দুই দিন না পেরোতে সেই শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল হংকং চায়না। তবে…