বিউটি আক্তার (বিশেষ প্রতিনিধি) : নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ারচর বাইতুল উলুম মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে।
আজ ১৪ মার্চ, বৃহস্পতিবার বায়তুল উলুম মাদ্রাসার ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল্লাহ্ আল কায়সার হাসনাত।
মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন উদ্ধোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
এসময় আরও উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সামসুল ইসলাম ভূইয়া, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী মামুন আহমেদ রাশেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর, আষাঢ়িয়ারচর কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি আব্দুস সোবহান, সাধারণ সম্পাদক এম.এ.হালিম, তাজুল ইসলাম, মোজাম্মেল হক দুলালসহ স্থানীয় আওয়ামীলীগের বিভিন্ন নেতৃবৃন্দরা।
উদ্বোধন শেষে দেশ জাতির কল্যাণ কামনা করে ও অত্র মাদ্রাসার উন্নয়নের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।