মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৪ পূর্বাহ্ন

তাওহিদ-তানজিমদের নিয়ে এশিয়া কাপের দল ঘোষণা: বিসিবি

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১৩ প্রদর্শন করেছেন
তাওহিদ হৃদয় ও তানজিম সাকিব

চলতি মাসেই পর্দা উঠছে পুরুষদের টি-টোয়েন্টি ইমার্জিং এশিয়া কাপের। আগামী ১৮ অক্টোবর থেকে ওমানে এই টুর্নামেন্ট মাঠে গড়ানোর কথা। টুর্নামেন্টকে সামনে রেখে রোববার (১৩ অক্টোবর) চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে চমক হয়ে এসেছেন জাতীয় দলের নিয়মিত মুখ তাওহিদ হৃদয়-তানজিম সাকিবরা।

ভারতের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে ওপেনারের ভূমিকায় খেলা পারভেজ হোসেন ইমনকে ইমার্জিং এশিয়া কাপে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।

তাওহিদ হৃদয়, তানজিম সাকিবদের পাশাপাশি জাকের আলীও এশিয়া কাপের দলে জায়গা পেয়েছেন। এছাড়া যুব ক্রিকেটারদের মধ্যে জিসান আলম, মাহফুজুর রহমান রাব্বি, ওয়াসি সিদ্দিকরাও চড়বেন ওমানের বিমানে।

ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ১৯ অক্টোবর হংকংয়ের বিপক্ষে। পরে ২১ অক্টোবর আফগানিস্তান ও ২৩ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে বাংলাদেশ।

প্রসঙ্গত, এবারই প্রথম টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইমার্জিং এশিয়া কাপ। আগের তিন আসরেই ওয়ানডে ফরম্যাটে খেলা হয়েছিল। এখন পর্যন্ত ইমার্জিং এশিয়া কাপের তিন আসরের মধ্যে দুটির শিরোপা গেছে পাকিস্তানের ঘরে, একটি জিতেছে ভারত।

ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ দল

পারভেজ হোসেন ইমন (অধিনায়ক), জিসান আলম, মোহাম্মদ নাইম শেখ, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, মাহফুজুর রহমান রাব্বি, আকবর আলী, জাকের আলী অনিক, আবু হায়দার রনি, রাকিবুল হাসান, তানজিম হাসান সাকিব, ওয়াসি সিদ্দিক, আলিস আল ইসলাম, রেজাউর রহমান রাজা ও রিপন মন্ডল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ