ইসরাইলে মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ পদে রদবদল করলেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। গ্যালান্টকে প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে সরিয়ে নতুন প্রতিরক্ষামন্ত্রী করা হয়েছে ক্যাটজকে। ক্যাটজ এতদিন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন।
নেতানিয়াহু বলেছেন, গ্যালান্টের ওপর আস্থা কমছিল। তাই তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন দায়িত্ব পেয়ে ক্যাটজ বলেছেন, শত্রুর বিরুদ্ধে জয় সুনিশ্চিত করব এবং লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করব। এই লক্ষ্য হলো গাজায় হামাস ও লেবাননে হিজবুল্লাকে ধ্বংস করা।
৩০ বছর ধরে ইসরাইলের নৌবাহিনীতে কাজ করেছেন, এ ঘোষণার পর গ্যালান্ট বলেছেন, ইসরাইলের নিরাপত্তা সবসময়ই আমার প্রথম ও প্রধান লক্ষ্য।
নেতানিয়াহু গ্যালান্টকে সরিয়ে দেওয়ার কারণ হিসাবে দুটি বিষয়ের উল্লেখ করেছেন ‘আস্থার সংকট’ ও ‘উল্লেখযোগ্য ব্যবধান’।
নেতানিয়াহু বলেছেন, যুদ্ধের মধ্যে প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর মধ্যে পূর্ণ আস্থা খুবই জরুরি। যুদ্ধ শুরুর প্রথম কয়েক মাসে সেই আস্থা ছিল। গত কয়েক মাসে যুদ্ধের ক্ষেত্রে খুবই উল্লেখযোগ্য ফল হয়েছে, কিন্তু আস্থায় চিড় ধরেছে।
গাজার দীর্ঘস্থায়ী যুদ্ধ নিয়ে দুইজনের মধ্যে দূরত্ব বেড়েছে। তাদের মধ্যে কৌশলগত মতপার্থক্য সামনে এসেছে। গ্যালান্ট বন্দিদের দেশে ফেরাতে কূটনৈতিক চুক্তির পথে হাঁটতে চেয়েছেন। তিনি প্রকাশ্যে নেয়ানিয়াহুর সমালোচনা করেছেন।
নেতানিয়াহুর দাবি, তিনি বেশ কয়েকবার এই দূরত্ব কমানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন।
সূত্র: এপি, এএফপি, রয়টার্স