সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৭ অপরাহ্ন

বলিউডের হাঁড়ির খবর রাখেন কারিনা

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ১০ প্রদর্শন করেছেন

বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের ‘সিংহাম অ্যাগেইন’ মুক্তি পেয়েছে। রোহিত শেঠির তারকাখচিত ছবিতে এ অভিনেত্রীর বিপরীতে অভিনয় করেছেন অজয় দেবগন। ‘রামায়ণ’-এর কাহিনিনির্ভর ছবিটির প্রথম ঝলক মুক্তিতেই বোঝা গিয়েছিল ছবিটি কেমন হতে চলেছে।

আনন্দবাজার সূত্রে জানা গেছে, বেবোর কাছে সব খবর থাকে। সেটে বসেই বলিপাড়ার হাঁড়ির খবর উগরে দিতে পারেন তিনি! কারিনা কাপুর খানের চরিত্র সম্পর্কে অন্তত এমনই দাবি করলেন সহ-অভিনেতা অজয় দেবগন।

সম্প্রতি মুক্তি পেয়েছে রোহিত শেঠির তারকাখচিত ছবি ‘সিংহাম অ্যাগেইন’। নায়ক অজয়ের বিপরীতে অভিনয় করেছেন কারিনা কাপুর। ছবিটি বিতর্কিতও হয়েছিল বিস্তর। সেন্সর বোর্ডের তরফে বিভিন্ন অংশে কাঁচিও চালানো হয়েছে ছবিতে। অবশেষে দীপাবলিতে সারা দেশে মুক্তি পেয়েছে রোহিতের ‘পুলিশ ব্রহ্মান্ডে’র সর্বশেষ সংস্করণ। এখানেই সীতার চরিত্রের ছায়ায় গড়ে উঠেছে কারিনার চরিত্রটি। তবে এই প্রথম নয়; এর আগেও ‘ওথেলো’ র ছায়ায় নির্মিত ‘ ওমকারা ‘ ছবিতে অজয়ের বিপরীতে ডেসদিমোনা চরিত্রে কারিনাকে দেখা গিয়েছিল।

কেমন ছিল ‘সিংহাম অ্যাগেইন’-এ তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা?—এমন এক প্রশ্নের উত্তরে অজয় বলেন, গোটা ইন্ডাস্ট্রির হাঁড়ির খবর কারিনার কাছে থাকে। সেটেই খুলে বসে পরচর্চার ঝুলি। তবে শুধু কারিনা নয়, সেটের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে অজয় জানিয়েছেন রণবীর সিংহের কথাও। অজয় বলেন, যখন রণবীর খুবই প্রাণবন্ত। ও যখন বকবক করে চলে, সবাই কান খাড়া করে থাকে। কখন কী ঘটে যায় কে জানে!

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ