ভারতের রাজধানী দিল্লির বাতাসের গুণগত মান আরও নিচে নেমেছে। বুধবার (১৩ অক্টোবর) সকালে ঘন ধোঁয়াশার চাদরে ঢেকে গেছে শহরটি। দৃশ্যমানতা কমে যাওয়ায় একাধিক ফ্লাইটও বাতিল হয়েছে।
ভারতের আবহাওয়া বিভাগ জানায়, এদিন সকালে দিল্লির বাতাসের গুণগত মান এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ছিল ৩৭০, যা মঙ্গলবারের একিউআই ৩৬১ এর তুলনায় বেশি। এই মান বাতাসের ‘খুব খারাপ পর্যায়কে বোঝায়। অর্থাৎ দিল্লির বাতাসের মানের আরও অবনতি হয়েছে।
ভোর সাড়ে ৫টা থেকেই দিল্লিতে দৃশ্যমানতা কমতে শুরু করে। এতে করে দিল্লিগামী একাধিক ফ্লাইট রুট পরিবর্তন করতে বাধ্য হয়েছে।
সকালেই বিমানসংস্থা ইন্ডিগো সামাজিক মাধ্যমে জানিয়েছে, কুয়াশার জন্য অমৃতসর, বারাণসী ও দিল্লিতে বিমান চলাচলে দেরি হতে পারে। যাত্রীরা যেন বিমান চলাচলের সর্বশেষ পরিস্থিতি জেনে বাড়ি থেকে বের হন।
দিল্লির লাগোয়া গুরুগ্রাম, নয়ডা, ফরিদাবাদ, গাজিয়াবাদেও ভয়াবহ বায়ুদূষণ হলেও তাদের পরিস্থিতি দিল্লির মতো অতটা খারাপ নয়। সেখানে একিউআই ৩৩০ থেকে ৩৪০-এর মধ্যে ঘোরাফেরা করছে।
এই আবহাওয়ায় বাইরে বেশিক্ষণ থাকলে শ্বাসকষ্ট হতে পারে বলে চিকিৎসকরা মনে করছেন।
বিশেষজ্ঞ চিকিৎসক পার্থ প্রতীম বোস ডয়চে ভেলেকে জানিয়েছেন, এই সময় বেশ কিছু সতর্কতা নেওয়া প্রয়োজন। বাড়ি থেকে বেরনোর আগে গার্গল করা, স্টিম নেওয়া খুবই জরুরি। আবহাওয়া দপ্তরের আশা, দিল্লিতে এবার হাওয়ার গতিবেগ বাড়বে। তার ফলে বায়ুদূষণের মাত্রাও কমবে।