আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি ইরানের দুটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা পরিদর্শন করেছেন।
শুক্রবার (১৫ নভেম্বর) তেহরান সফরকালে তিনি পরিদর্শন করেন। খবর তাসনিম নিউজের।
বৃহস্পতিবার জাতিসংঘের পারমাণবিক প্রধান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং ইরানের পারমাণবিক শক্তি সংস্থার (এইওআই) প্রধান মোহাম্মদ ইসলামির সঙ্গে পৃথক পৃথক বৈঠক করেন।
শুক্রবার গ্রোসির সঙ্গে ফোরডো এবং নাটানজে তেহরানে অবস্থিত দুটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থল পরিদর্শন করেন।
গ্রোসি সফরকালে তার সঙ্গে ছিলেন আইএইএ-এর ডেপুটি মহাপরিচালক এবং সুরক্ষা বিভাগের প্রধান মাসিমো আপারো, এইওআই-এর ডেপুটি বেহরুজ কামালভান্দি এবং ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাদি।
বৃহস্পতিবার মন্তব্যে জাতিসংঘের পারমাণবিক প্রধান বলেন, ফোর্ডো ও নাটানজে পারমাণবিক স্থলে তার এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। কারণ এটি তাকে ইরানের পারমাণবিক কর্মসূচির উন্নয়নের একটি পূর্ণাঙ্গ ধারণা গঠনে সাহায্য করবে।