মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১২:১৫ অপরাহ্ন

২৭ বছর বয়সে মা হবি, কাঞ্চনের সে কথায় যা বললেন শ্রীময়ী

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ৩৩ প্রদর্শন করেছেন

টালিউড অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ অন্তঃসত্ত্বা অবস্থায় ঘুমাতে পারেননি। ৯ মাস বাদেও বদলায়নি কিছু। এখন মেয়ে চোখের সামনে। অথচ অভিনেতা-বিধায়ক কাঞ্চন মল্লিক বলেছিলেন—  ‘২৭ বছর বয়সে মা হবি, আর একটু সময় নে’। কিন্তু শ্রীময়ী সে কথায় রাজি হননি। কৃষভির জন্মের পরের দিনগুলো কেমন কাটছে এ তারকা দম্পতির, সে কথা জানালেন কাঞ্চনপত্নী।

আনন্দবাজার সূত্রে জানা গেছে, আজকাল রাতে ঘুম হচ্ছে না অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের। সারারাত মেয়ে কৃষভির সঙ্গে জেগেই কাটাতে হচ্ছে তাকে। কখনো তিনি ক্লান্ত হয়ে পড়লে মেয়েকে কোলে নিয়ে রাত জাগছেন বাবা কাঞ্চন মল্লিকও। যদিও শ্রীময়ীর রাত জাগা শুরু হয়েছিল মেয়ে গর্ভে থাকাকালীন। অন্তঃসত্ত্বা অবস্থায় ঘুমাতেই পারেননি তিনি। ৯ মাস বাদেও বদলায়নি কিছু। এখন মেয়ে চোখের সামনে। ঘুম নেই, বিনিদ্র রজনী, তবে ক্লান্তি নেই। কারণ মা হওয়ার সিদ্ধান্ত নাকি শ্রীময়ীর নিজেরই। কাঞ্চন নিষেধ করেছিলেন স্ত্রীর বয়সের কথা ভেবে।

শ্রীময়ী বলেন, কাঞ্চন বলেছিল— ‘২৭ বছর বয়সে মা হবি, আর একটু সময় নে। কিন্তু আমি আর সময় নষ্ট করতে চাইনি। এত একসঙ্গে আমরা ঘুরেছি, সময় কাটিয়েছি, বাড়িতে একা কাটিয়েছি। এবার তিনজনে একসঙ্গে সময় কাটাতে চেয়েছিলাম।

তিনি বলেন, এখন ঘুমাতে না পারার কষ্ট নেই; বরং মেয়েই যেন সারা বাড়ি মাতিয়ে রেখেছে। আনন্দের আবেশ এখন মল্লিকবাড়িতে।

দোল পূর্ণিমায় প্রথম বুঝতে পারেন তিনি, মা হতে চলেছেন। তারপর অনেক মাসের সফর। দীপাবলির দিন, বলা ভালো— শাহরুখের জন্মদিনে ভূমিষ্ঠ হলো তাদের কন্যাসন্তান। যদিও শ্রীময়ী ভেবেছিলেন স্বামী কাঞ্চনের বাবার জন্মদিন ১৭ নভেম্বরেই সন্তান আসবে। শ্রীময়ী বলেন, প্রথমে আমরা ভেবেছিলাম— শ্বশুর মশাইয়ের জন্মদিনেই সন্তান আসবে। সেই মতো তারিখ ঠিক করা হয়। কিন্তু ও অনেকটা বড়সড় হয়ে গিয়েছিল। কালীপূজার দিন সকালেও অনেকের সঙ্গে কথা বলেছি। তবে দুপুরের দিক থেকে প্রায় নড়াচড়া বন্ধ হতেই তড়িঘড়ি সিদ্ধান্ত নিতে হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ