সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৪ অপরাহ্ন

পাকিস্তানের অন্তর্বর্তীকালীন কোচ হলেন আকিব জাভেদ

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ৬ প্রদর্শন করেছেন

পাকিস্তানের সাদা বলের কোচ গ্যারি কারস্টেন চাকরি ছেড়ে দেওয়ার পর সে দায়িত্ব সামলেছেন লাল বলের কোচ জেসন গিলেস্পি। এবার আনুষ্ঠানিকভাবে কারস্টেনের বদলি খুঁজে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

সাবেক পেসার আকিব জাভেদকে সাদা বলের দুই ফরম্যাটের জন্য অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে তারা। আগামী বছর ঘরের মাঠে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত বাবর-রিজওয়ানদের কোচিং করাবেন তিনি।

আকিব জাভেদ আগে থেকেই পিসিবির জাতীয় নির্বাচক কমিটির জ্যেষ্ঠ সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এবার সে দায়িত্বের সঙ্গে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে কোচের ভূমিকায়ও অবতীর্ণ হবেন তিনি।

এসময়ে সাদা বলের ক্রিকেটের জন্য একজন স্থায়ী কোচের অনুসন্ধান চালিয়ে যাবে পিসিবি। আগামী ফেব্রুয়ারি-মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষের পরপরই ওয়ানডে এবং টি-টোয়েন্টির জন্য স্থায়ী কোচ নিয়োগ দেবে তারা।

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বেশ কয়েকটি সাদা বলের সিরিজ খেলবে পাকিস্তান। যার মধ্যে চলতি মাসের শেষদিকে জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি রয়েছে। ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে সাদা বলের সিরিজ খেলার কথা রয়েছে পাকিস্তানের।

আর চ্যাম্পিয়ন্স ট্রফির ঠিক আগে নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি ত্রিদেশীয় সিরিজেও অংশ নেবেন রিজওয়ানরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ