সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:১১ অপরাহ্ন

২০ বাউন্ডারিতে সাইম আইয়ুবের সেঞ্চুরি, জয়ে ফিরল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ৬ প্রদর্শন করেছেন

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে নিজেদের হারিয়ে খুঁজেছিল পাকিস্তান। ৬০ রান তুলতেই ৬ উইকেট খুইয়ে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়ে তারা। পরে বৃষ্টি আইনে ৮০ রানের হারে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে। তবে সিরিজের দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে দলটি। জিম্বাবুয়েকে ১০ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফেরাতে সক্ষম হয়েছে মোহাম্মদ রিজওয়ানের দল।

বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল জিম্বাবুয়ে। তবে পাকিস্তানের দুই স্পিনার আবরার আহমেদ এবং সালমান আগার ঘূর্ণিতে তারা স্বাচ্ছন্দ্যে ব্যাট করতে পারেনি।

এই দুই স্পিনার জিম্বাবুয়ে ব্যাটারদের জেঁকে ধরায় নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। ত্রিশোর্ধ্ব ইনিংস খেলতে সমর্থ হন দলটির কেবল দুই ব্যাটার। এর মধ্যে দলীয় সর্বোচ্চ ৩৩ রান করেন ডিওন মায়ার্স, ৩১ রান আসে শন উইলিয়ামসের ব্যাটে। ব্যাটিং দুর্দশায় ৩২.২ ওভারে ১৪৫ রান তুলতেই সব উইকেট হারায় স্বাগতিকরা।

পাকিস্তানি বোলারদের মধ্যে ৩৩ রান খরচায় ৪ উইকেট নেন আবরার। ২৬ রানে তিন উইকেট শিকার করেন সালমান।

জবাব দিতে নেমে ১৮.২ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। দুই ওপেনার সাইম আইয়ুব এবং আব্দুল্লাহ শফিকের উদ্বোধনী জুটিতে আসে ১৪৮ রান। ৬২ বলে ১৭ চার এবং ৩ ছক্কায় ১১৩ রানের ইনিংস খেলেছেন সাইম।

অন্যপ্রান্তে দাঁড়িয়ে স্রেফ সাইম আইয়ুবকে সঙ্গ দিয়ে গেছেন শফিক। তার ব্যাটে এসেছে ৪৮ বলে ৩২ রান।

আগামী ২৮ নভেম্বর একই মাঠে সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে জিম্বাবুয়ে ও পাকিস্তান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ