সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:১১ অপরাহ্ন

আমি অন্তরঙ্গতা নিয়ে একটা বই লিখতে পারি: সায়নী

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৯ প্রদর্শন করেছেন

বলিউড অভিনেত্রী সায়নী গুপ্ত সিনেমার সেটে অশালীন আচরণ, ঘনিষ্ঠ দৃশ্যের শুটিংয়ের সময় সহ-অভিনেতার আচরণ নিয়ে বিস্ফোরক অভিযোগ আনলেন। অভিনেত্রীর অভিযোগ— পরিচালক ‘কাট’ বলার পরও তার ঠোঁট নাকি ছাড়তেই চাইতেন না সহ-অভিনেতা।

একটি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী সায়নী বলেন, আমি অন্তরঙ্গতা নিয়ে একটা বই লিখতে পারি। আমি কৃতজ্ঞ যে অন্তরঙ্গতা সমন্বয়কারী এমন একটি পেশা যা অবশেষে ভারতে এসেছে।  এর আগে ২০১৩ সালে মার্গারিটা উইথ আ স্ট্র— এমন একজনের সঙ্গে কাজ করেছিলাম।

তিনি বলেন, ঘনিষ্ঠ দৃশ্যগুলো করা সবচেয়ে সহজ। কারণ এটি পুরোটাই প্রযুক্তিগতভাবে করা হয়। তবে এটি বলার পরও অনেক লোক সুবিধা নেয়। আমি নিজেও এমন পরিস্থিতিতেও পড়েছি। যেখানে পরিচালক কাট বলার পরও এক অভিনেতা কিছুতেই চুমু খাওয়া থেকে নিজেকে বিরত করছিলেন না। অগত্যা বিরক্ত হয়ে উহহহ বলতে বাধ্য হতে হয়। অনেক সময় ছোট ছোট ক্ষেত্রে খুব সূক্ষ্মভাবে অশালীন আচরণের মুখোমুখি হতে হয়।

সায়নী বলেন, গোয়ায় একটি আউটডোরে শুটিং হচ্ছিল। সেই শুটিংয়ে তাকে একটা ছোট পোশাকে সৈকতে শুয়ে থাকতে হয়েছিল। ওই সময় আমি খুব অস্বস্তিবোধ করছিলাম। কারণ আমার সামনে তখন প্রায় ৭০ জন লোক দাঁড়িয়ে ছিল। এদিকে সেটে আমার পাশে তখন একজনও ছিল না, খুব বেশি স্টাফও ছিল না।

এ অভিনেত্রী বলেন, আমি বললাম— আমাকে শাল দিয়ে ঢেকে দেওয়ার জন্য সঙ্গে একজনকে দরকার। এমন অনেক ক্ষেত্রেই ঘটে, যখন কোনো অভিনেতার সুরক্ষার বিষয়টিও ভাবা উচিত। সবসময় যে অন্তরঙ্গ দৃশ্যই হতে হবে— এমনটিও না। কখনো কখনো আপনাকে নিজের সীমানার সঙ্গেও আপস করতে হয়। এই মানসিকতা বদলানো দরকার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ