সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:৫৬ অপরাহ্ন

ওয়েস্ট হ্যামকে গোলবন্যায় ভাসিয়ে দুইয়ে উঠে এলো আর্সেনাল

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ৮ প্রদর্শন করেছেন

লন্ডন স্টেডিয়ামে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ওয়েস্ট হ্যামের বিপক্ষে প্রথমার্ধেই সুনামি বইয়ে দিয়েছে আর্সেনাল। প্রতিপক্ষের জালে ৫ গোল দিয়েছে মিকেল আর্তেতার দল। তাতেই দফারফা ম্যাচের। দ্বিতীয়ার্ধে গোল না হলেও ৫-২ গোলের বড় জয় পেতে অসুবিধা হয়নি আর্সেনালের। এমন দাপুটে জয়ের পর পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে এসেছে আর্সেনাল।

এদিন ছয় মিনিটের মধ্যে দুই পাশের দুই জালে বল জড়াল চারবার, আগে-পরে মিলিয়ে গোল হলো তিনটি। মুড়ি-মুড়কির মতো গোল হলেও, ম্যাচে লড়াই অবশ্য হলো না একটুও। গতবারের রানার্সআপরা জিতল গোলবন্যায় প্রতিপক্ষকে ভাসিয়ে। আর্সেনালের পাঁচ গোলদাতা হলেন-গাব্রিয়েল মাগালিয়াইস, লেয়ান্দ্রো ত্রোসার, মার্টিন ওডেগোর, কাই হাভার্টজ ও বুকায়ো সাকা।

এদিন ম্যাচে অধিকাংশ সময় বল নিজেদের দখলে রেখে আক্রমণেও একচেটিয়া আধিপত্য করে আর্সেনাল। প্রথমার্ধে গোলের জন্য ১০ শট নিয়ে ছয়টি লক্ষ্যে রেখে পাঁচটিতেই সফল হয় তারা। ওয়েস্ট হ্যাম লক্ষ্যে তিন শট নিয়ে দুটি পাঠায় জালে।

দুই দলের এমন দুর্দান্ত ফিনিশিংয়ে আরও গোলের প্রত্যাশা জাগলেও, বিরতির পর যদিও তা আর হয়নি। ফলে ব্যবধান বাড়েনি আর।

এ জয়ের পর ১৩ ম্যাচে সাত জয় ও চার ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল। সমান ২৩ পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে ব্রাইটন ও ম্যানচেস্টার সিটি। শিরোপাধারী সিটি অবশ্য একটি ম্যাচ কম খেলেছে। অন্যদিকে ১২ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ