বুধবার, ০২ জুলাই ২০২৫, ১২:৪৪ পূর্বাহ্ন

অধিনায়ক লিটনে মুগ্ধ সিমন্স, চিন্তিত নন অফফর্ম নিয়ে

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ১০০ প্রদর্শন করেছেন

ব্যাট হাতে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না লিটন দাসের। ওয়ানডেতে ধারাবাহিক ব্যর্থতার পর টি-টোয়েন্টিতেও হাসছে না লিটনের ব্যাট। তবে আশার কথা ওয়েস্ট ইন্ডিজে এরইমধ্যে সিরিজ নিশ্চিত করে ফেলেছে লিটনের দল। যেখানে অধিনায়ক হিসেবে আলাদাভাবে কোচ ফিল সিমন্সের প্রশংসা কুড়িয়েছেন লিটন। একই সঙ্গে সিমন্সের বিশ্বাস দ্রুতই রানে ফিরবেন এই তারকা।

এই সিরিজে নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে বাংলাদেশ দলকে টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিচ্ছেন লিটন। যেখানে নেতৃত্ব দিয়েই বাজিমাত করেছেন এই তারকা। তার নেতৃত্বে ৬ বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। যে কারণে অধিনায়কের প্রশংসা করতে ভুলেননি সিমন্স।

আগামীকাল ভোর ৬টায় সিরিজের তৃতীয় ম্যাচে মাঠে নামার আগে লিটনের ক্যাপ্টেন্সির প্রশংসায় সিমন্স বলেন, ‘এই দুটি ম্যাচেই লিটন মাঠে দারুণ সব সিদ্ধান্ত নিয়েছে। সে বেশ ভালোভাবেই লিডারের দায়িত্ব পালন করছে। রান করছে না এটা একটু চিন্তার বিষয়। তবে সবাই তো প্রতিদিন রান করবে না। খেলোয়াড়রা প্রস্তুত থাকে ভালো করার জন্য। আশা করি শেষ ম্যাচে সে ঘুরে দাঁড়াবে।’

প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচের উইকেট নিয়ে সিমন্স বলেন, ‘প্রথম দিন উইকেট অনেক ভালো ছিল। আজ (বুধবার) যত সময় গড়িয়েছে ব্যাট করা তত কঠিন হয়েছে। তবে লড়াই করেই জিততে হয়েছে। দুই দলের খেলোয়াড়ের কাছেই পিচ একইরকম। টার্ন করেছে বেশ, তবুও বলব না ১৩০ রানের উইকেট এটা।’

প্রথম দুই ম্যাচেই ব্যাট হাতে অবদান রেখেছেন শামীম হোসেন পাটোয়ারী। যে কারণে আলাদাভাবে শামীমের ব্যাটিং নিয়েও নিজের আত্মতুষ্টির কথা জানিয়েছেন সিমন্স।

ক্যারিবীয়ান এই কোচ বলেন, ‘শামীম ম্যাচসেরা হয়েছে, অবশ্যই ওর পারফরম্যান্সে তো খুশি। সে দুটি ম্যাচেই নিজেকে প্রমাণ করেছে। এর আগে অনুশীলনেও নিজের সামর্থ্য দেখিয়েছে। সে জানে তাকে কী করতে হবে। দেখে ভালো লাগছে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ