বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৪:১৯ অপরাহ্ন

শেষ দুই টেস্টে অস্ট্রেলিয়া দলে চমক ১৯ বছরের স্যাম

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১১৪ প্রদর্শন করেছেন

বোর্ডার-গাভাস্কার ট্রফির তিন ম্যাচ শেষে এখন ১-১ সমতা। শেষ দুই ম্যাচ সামনে রেখে ফের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এই দলে ডাক পেয়েছেন স্যাম কনস্টাস। ঘরোয়া ক্রিকেটে আলোচনায় আসা ১৯ বছর বয়সী এই ওপেনার প্রথমবার জাতীয় দলে খেলার অপেক্ষায়।

সিরিজের আগের তিন ম্যাচে অজি নির্বাচকরা ভরসা রেখেছিলেন ন্যাথান ম্যাকসুয়েনির ওপর। কিন্তু তিনি ভরসার প্রতিদান দিতে পারেননি। তিন টেস্টেই হয়েছেন ব্যর্থ। ফলে সিরিজের শেষ দুই টেস্ট থেকে বাদ দেয়া হয়েছে তাকে। সেই জায়গাতেই সুযোগ পেয়েছেন স্যাম।

ম্যাকসুয়েনি প্রথম তিন টেস্টের ৬ ইনিংসে মোটে করেছেন ৭২ রান। চারবারই তিনি উইকেট দিয়ে এসেছেন জসপ্রিত বুমরাহর বলে। যে কারণে সিরিজ নিশ্চিত করতে শেষ দুই ম্যাচে তার পরিবর্তে স্যামকে দলে যুক্ত করেছে অস্ট্রেলিয়া।

স্যাম চলতি বছরই তিনি খেলেছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। শেফিল্ড শিল্ডে দুই ইনিংসেই সেঞ্চুরি করে সর্বকনিষ্ট ক্রিকেটার হিসেবে রিকি পন্টিংয়ের পর নাম লিখিয়েছেন। এমনকি ভারতের বিপক্ষে প্রাইম মিনিস্টার একাদশের হয়েও সেঞ্চুরি করেছেন তরুণ এই ব্যাটার।

অস্ট্রেলিয়া স্কোয়াড-

প্যাট কামিন্স (অধিনায়ক), শন অ্যাবট, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ট্রাভিস হেড, জশ ইংলিস, উসমান খাওয়াজা, স্যাম কনস্টাস, মার্নাস লাবুশেন, ন্যাথান লায়ন, মিচেল মার্শ, ঝাই রিচার্ডসন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক ও বাউ ওয়েবস্টার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ