রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৩৯ অপরাহ্ন

গ্রেফতারি পরোয়ানা নিয়ে মুখ খুললেন উথাপ্পা

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ০ প্রদর্শন করেছেন

ভারতীয় ক্রিকেটার রবিন উথাপ্পার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন বেঙ্গালুরুর প্রাদেশিক পিএফ কমিশনার সাদাক্ষারা গোপাল রেড্ডি। তার বিরুদ্ধে প্রভিডেন্ট ফান্ডের (পিএফ) প্রায় ৩৩ লাখ টাকা জালিয়াতির অভিযোগ উঠেছে। যেই অভিযোগ নিয়ে এবার মুখ খুলেছেন ভারতের বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার।

একটি ব্যবসাপ্রতিষ্ঠানের কর্মীদের বেতন থেকে ভবিষ্যৎ তহবিলের অর্থ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে রবিন উথাপ্পার বিরুদ্ধে। প্রতিষ্ঠানটির পরিচালকের দায়িত্বে থাকা উথাপ্পার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়েছে। যা নিয়ে এবার তার দাবি, ওই কোম্পানির কাছে টাকা পাবেন তিনি।

ইনস্টাগ্রামে উথাপ্পা লিখেছেন, স্ট্রবেরি লেনসেনিয়া প্রাইভেট লিমিটেড, সেঞ্চুরিয়াস লাইফস্টাইল ব্র্যান্ডস ও বেরিজ ফ্যাশন হাউস—এই তিন প্রতিষ্ঠানের নির্বাহী কার্যক্রমের সঙ্গে তিনি জড়িত ছিলেন না। ২০১৮–১৯ সালের দিকে প্রতিষ্ঠান তিনটি তার কাছ থেকে টাকা ধার নিয়েছিল। যার ভিত্তিতে তাকে পরিচালক করা হয়েছিল।

উথাপ্পার দাবি, পরিচালক পদে তার কার্যক্রম ছিল সীমিত। সাবেক ক্রিকেটার, ধারাভাষ্যকার ও বিশ্লেষক হিসেবে ব্যস্ততার কারণে এসব প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রমে তার কোনো ভূমিকা ছিল না। এসব প্রতিষ্ঠান কিংবা অন্য যেসব জায়গায় তিনি অর্থ লগ্নি করেছেন, সেসবের কোথাও তিনি নির্বাহী দায়িত্ব পালন করেননি।

প্রতিষ্ঠানকে যে ধার দিয়েছেন, সেটিও প্রতিষ্ঠান চালানো পরিচালকেরা তাকে শোধ করেননি বলে দাবি করেছেন উথাপ্পা। ভারতের হয়ে ৫৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই ক্রিকেটার জানিয়েছেন, পাওনা না পাওয়ায় তিনি আইনি ব্যবস্থা গ্রহণ করেছেন। তার আইনজীবিরা এরই মধ্যে ভবিষ্যৎ তহবিল (পিএফ) কর্তৃপক্ষের সঙ্গে কাগজপত্রসহ যোগাযোগ করেছেন।

কয়েক বছর আগেই পরিচালকের পদ ছেড়ে দিয়েছেন দাবি করে উথাপ্পা আরও লিখেছেন, ‘মিডিয়াকে বলব, পুরো তথ্য উপস্থাপন করুন এবং যেকোনো তথ্য যাচাই করুন।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ